কসবায় মাছের খামারে বিষ ঢেলে মাছ ৬০ লাখ টাকার মাছ নিধন

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বৃহস্পতিবার (২৭ সেপ্টম্বর) ভোররাতে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে মৎস্য চাষী মো.ইউসুফ মিয়া চাষ করা মৎস্য খামাওে রাতের আধারে বিষ দিয়ে প্রায় ৬০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বত্তরা। এ ব্যাপারে কসবা থানায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয়রা জানায়, কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দবাদ গ্রামের ইউসুফ মিয়া তাদের গ্রামের ৭ একর ২০ শতাংশ জমি ইজারা নিয়ে মাছের খামারের চাষ করেছেন। এতে দেশীয় বিভিন্ন প্রজাতি মাছের চাষ করছেন। প্রায় চার মাস ধরে মাছের খাবার খাওয়ানো হয়েছে। মাছ ও খাবার মিলিয়ে কমপক্ষে অনেক টাকা খরচ হয়েছে। মাছগুলি বিক্রি করলে এখন আনুমানিক ৬০ লাখ টাকা বিক্রি করতে পারতেন। গত বুধবার রাতের কোন এক সময় অজ্ঞাত দুষ্কৃতিকারী ওই মাছের খামারটিতে বিষ ঢেলে দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে পুকুর পাড়ে এলাকার শত শত লোক ভিড় জমে। খামারের সব মাছ মড়ে ভেসে উঠেছে। কিছু মাছ ধরে বিক্রি করেছেন। খবর পেয়ে কসবা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ক্ষতিগ্রস্থ মৎস্য খামারি ইউছুফ মিয়া জানান, পুর্ব শত্রুতার জেরে আমার এই সর্বনাশ করেছে দুর্বৃত্তরা। তিনি দাবী করেছেন মাছ চাষে প্রায় ৫৯ লাখ টাকা খরচ হয়েছে। আমি পথে বসে গেছি। জীবনের সকল উপার্জন খরচ করে এই খামারটি ইজারা নিয়ে মাছ চাষ করেছিলাম।
কসবা থানার উপ পরিদর্শক (এস.আই) মো. মিজানুর রহমান বলেন, বিষ ঢেলে মাছ নিধন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.