ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ উপজেলার প্রানকেন্দ্রে অবস্থিত টি.আলী অনার্স কলেজকে শৃঙ্খলায় আনতে কলেজ কর্তৃপক্ষ নানামুখী উদ্যোগ গ্রহন করেছে। গতকাল ২৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে ছাত্র-ছাত্রীদের ডিজিটাল পরিচয় পত্র প্রদান করা হয়।
এ উপলক্ষে কলেজ মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন; কসবা পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল । বিশেষ অতিথি ছিলেন; কসবা প্রেসক্লাব সভাপতি ও কলেজ ব্যবস্থাপনা কমিটির বিদ্যুৎসাহী সদস্য মো.সোলেমান খান, দাতা সদস্য শওকত রেজা রতন, অভিভাবক সদস্য মো.মনিরুল হক, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.মনির হোসেন ও সাধারন সম্পাদক আফজাল হোসেন রিমন । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন; প্রভাষক মো.আলমগীর হোসেন, সোহরাব হোসেন, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো.শফিউর রহমান সাগর প্রমুখ।
প্রধান অতিথি পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল কলেজটিকে একটি মডেল কলেজে রূপ দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।