তারেকের ফাঁসি না হওয়ায় হতাশ ভুক্তভোগীরা

প্রশান্তি ডেক্স॥ বাংলাদেশের ইতিহাসে বর্বরোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা রায় ঘোষণা করা হয়েছে। রায়ে ১৯ জনের মৃত্যুদন্ড এবং ১৯ জনের যাবজ্জীবন দন্ড দেওয়া হয়েছে। তবে এই মামলার রায়ে মূলtarikar faseta sontossta nay পরিকল্পনাকারী তারেক রহমানের মৃত্যুদন্ড না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন এই হামলার ভুক্তভোগীরা। গ্রেনেড হামলায় শরীরে ১৮০০ সিপ্লন্টার নিয়ে বেঁচে থাকা মাহবুবা পারভীন তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় জানান, ‘তারেক রহমান এই হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন, কিন্তু রায়ে তার ফাঁসি দেওয়া হলো না। এটা কেমন রায় হলো?’
২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত আবুল কাশেম বলেছেন, ‘এই মামলার রায়ে তারেক রহমানের ফাঁসি হওয়ার দরকার ছিল। তার ফাঁসি না হওয়ায় এ রায়ে আমাদের প্রত্যাশা পূরণ হয়নি। ২১ আগস্ট গ্রেনেড হামলায় মৃত্যুবরণ করেছিলেন শামসুদ্দীন নামের একজন আওয়ামী লীগের কর্মী। শামসুদ্দীনের স্ত্রী আয়শা বেগম জানান, ‘যে রায় হয়েছে তার থেকে ভালো রায় আশা করেছিলাম। কিন্তু কী আর বলব, কিছু বলার নেই।’
একই হামলায় আরেকজন ভুক্তভোগী মাহমুদা বেগম বলেন, ‘তারেক রহমানের পরিকল্পনায় গ্রেনেড হামলা চালানো হয়েছিল। তার ফাসি হওয়া উচিৎ ছিল। কিন্তু তা না হওয়ার কারণে আমরা পুরোপুরি খুশি হতে পারিনি।’

Leave a Reply

Your email address will not be published.