বায়েক আলহাজ্জ্ব শাহ্ আলম কলেজ থেকে ২ জন মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে

ক্রাইম রিপোর্টার; মো: ইসমাইল হোসাই প্রভাসক রসায়ন বায়েক আলহাজ শাহ্ আলম কলেজ, সালদা নদী কসবা ব্রাহ্মণবাড়িয়া॥ বায়েক আলহাজ্জ্ব শাহ্ আলম কলেজ থেকে দুই জন ছাত্র-ছাত্রী মেডিকেলে   সুযোগBayek Alhez Sha Alom Colge পেয়েছে এবার ২০১৮-২০১৯ শিক্ষা সেশনে। তাদের মধ্যে একজন সুজন চন্দ্র দাস সে রাজশাহী মেডিকেল কলেজে সুযোগ পেয়েছে, আরেক জন ছানজানা ইসলাম সে ময়মনসিংহ মেডিকেল কলেজে সুযোগ পেয়েছে। বায়েক আলহাজ্ব শাহ্ আলম কলেজ এবার এইচ এস সি পরিক্ষার ফলাফল কসবা ও বাহ্মণবাড়িয়া জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করে। বায়েক আলহাজ্ব শাহ্ আলম কলেজের অধ্যক্ষ মাজহারুল ইসলাম কাশেম। উনার প্রচেষ্টায় আজ বায়েক আলহাজ্ব শাহ্ আলম কলেজ অনেক এগিয়ে আছে, এবং এই কলেজের রেজাল্ট ও গুনগত মান অনেক ভালো। এই কলেজের প্রত্যকটি শিক্ষকের পারিশ্রমিক আজ এই দুই শিক্ষার্থী মেডিকেলে সুযোগ পেয়েছে। এই কলেজ থেকে ধারাবাহিক ভাবে প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং পাবলিক উইনুভার্সিটিতে সুযোগ পেয়ে আসতেছে। এই কলেজের অধ্যক্ষ এবং শিক্ষক মহোদয়গন অনেক দক্ষ, তাদের প্রচেষ্টায় এই কলেজের শিক্ষার গুনগত মান অনেক ভালো। তাই এই কলেজ থেকে প্রতিবছর শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়ে থাকেন এবং তাদের এই প্রচেষ্টায় কলেজটি আজ বিজ্ঞান কলেজ নামে পরিচিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.