তারেকের ডবল ফাঁসি হওয়া উচিত…বাবর

tarikar duball Fase hoya usetপ্রশান্তি ডেক্স॥ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পর মৃত্যুদন্ড প্রাপ্তদের কনডেম সেলে নেওয়া হয়েছে। আদালত থেকে আসামিদের সোজা কাশিমপুর নেওয়া হয়। মৃত্যুদন্ড প্রাপ্ত অন্যরা তেমন প্রতিক্রিয়া না দেখালেও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। আদালত থেকে নেওয়ার সময় তিনি রায়ের প্রতিবাদ করে বলেন, ‘আল্লাহ সহ্য করবে না। কারাগারে তিনি চিৎকার করে কাঁদতে থাকেন। অন্য কারাবন্দিরা তাকে সান্তনা দিলে তিনি বলেন ‘আমার যদি ফাঁসির দন্ড হয় তাহলে তো তারেক সাহেবের ডবল ফাঁসি হওয়া উচিৎ।’ বাবর প্রথমে কনডেম সেলে যেতে অস্বীকৃতি জানালেও পরে তাঁকে বুঝিয়ে নেওয়া হয়েছে। উল্লেখ্য মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিকে কারাবিধান অনুযায়ী আলাদা রাখা হয়। এটাকে কনডেম সেল বলে।

Leave a Reply

Your email address will not be published.