তারেকের যাবজ্জীবন বাবর পিন্টুসহ ১৮ জনের মৃত্যুদন্ড

Tarikar Jabod Jebon karadondo 18 jonপ্রশান্তি ডেক্স॥ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন কারাদন্ড ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৮ জনকে মৃত্যুদন্ডের রায় দিয়েছেন আদালত। পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিন আজ এই রায় ঘোষণা করেন। রায়ের সময় ৩১ জন আসামিকে কারাগারে হাজির করা হয়। নাজিমুদ্দিন রোডের অস্থায়ী বিশেষ আদালতে এই মামলার বিচার কাজ সম্পন্ন হওয়ার পর আজ রায় ঘোষণার দিন ধার্য করা হয়।
চার দলীয় জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের এক সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এতে ২৪ জন নিহত ও নেতাকর্মী-আইনজীবী-সাংবাদিকসহ তিন শতাধিক লোক আহত হন। শেখ হাসিনা সেদিন গুরুতর আহত না হলেও তার কান ক্ষতিগ্রস্ত হয়।

Leave a Reply

Your email address will not be published.