রায়ের পর তারেক রহমানের প্রতিক্রিয়া

প্রশান্তি ডেক্স॥ একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদন্ডাদেশ দেয়া হয়েছে। আর বিএনপির ভারপ্রাপ্ত Rayer por tarik Rohmanচেয়ারপার্সন তারেক রহমান এবং খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। গত বুধবার দুপুরের আগে এ রায় ঘোষণা করেন আদালত। রায়ের পরপরই আসামি এবং সরকার পক্ষের আইনজীবীরা নিজেদের মতামত ব্যক্ত করেছেন। সেইসঙ্গে সরকারি দল আওয়ামী লীগ এবং বিএনপিও রায় পরবর্তী তাদের প্রতিক্রিয়া জানিয়েছে।
তবে এ রায়ে সকলের আগ্রহের কেন্দ্রে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। রায় পরবর্তী তারেক রহমানের মন্তব্য কী সেটি জানার জন্য অধীর আগ্রহে রয়েছেন সকলে। এবিষয়ে অবশ্য সরাসরি তারেক রহমানের বক্তব্য না পাওয়া গেলেও লন্ডনের কয়েকজন বিএনপি নেতার বরাতে বিভিন্ন বক্তব্য গণমাধ্যমে উঠে এসেছে। জানা গেছে, রায়ের আগে লন্ডনের স্থানীয় সময় সকালে তারেক রহমানের বাসভবনে যান যুক্তরাজ্য বিএনপির হাতে গোনা কয়েকজন নেতৃবৃন্দ। সেখান থেকে বেরিয়ে নাম প্রকাশ না করার শর্তে এক নেতা বলেন, রায়ের পর তারেক রহমান বেশ স্বাভাবিক ছিলেন। কোনো রকম প্রতিক্রিয়া ব্যক্ত করেননি।
রায় ঘোষণার কিছুক্ষণ আগে নাকি তিনি (তারেক) এও বলেছিলেন যে, পরিকল্পিতভাবে তার ফাঁসির দন্ড ঘোষণা করা হতে পারে। তবে রায় ঘোষণার পর তারেক রহমান একেবারেই শান্ত ছিলেন এবং কারো সঙ্গে কোনো কথা না বলে টিভির সামনে থেকে উঠে যান। এরপর অবশ্য তিনি ফোনে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেন বলেও জানিয়েছেন ওই নেতা। তবে কাদের সঙ্গে কথা বলেছেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি। অন্যদিকে রায় নিয়ে বিএনপির যুক্তরাজ্য শাখার সভাপতি আবদুল মালেক আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বলেছেন, এই রায় ফরমায়েশি রায়। বিএনপির বিরুদ্ধে সরকারের আক্রোশের প্রতিফলন ঘটেছে এই রায়ে।

Leave a Reply

Your email address will not be published.