নাজমুল হোসেন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রায় ৬ মাস ধরে গ্রাম ছাড়া একটি নিরীহ পরিবার। ঘটনাটি ঘটেছে জেলার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুঁড়িঘর গ্রামে । ভূক্তভোগী পরিবারটির অভিযোগ প্রতিবেশি সুরুজ মিয়ার সাথে জায়গা নিয়ে বিরোধ ছিল। এ ঘটনায় বেশ কয়েকটি মামলা রয়েছে । মামলার বাদি নাজমুল হক বলেন, এসব ঘটনায় আমরা আদালতে মামলা করেছি। এর জের ধরে স্থানীয় চেয়ারম্যান আবুল কাসেমের ছাত্রছায়ায় সুরুজ মিয়া ও তার লোকজন আমাদেরকে হামলা ও প্রাণনাশের হুমকি দেয়। তাদের হুমকির মুখে প্রায় ৬ মাস যাবত আমাদের পরিবারটি গ্রাম ছেড়ে জেলা সদরে আমিনপুর গ্রামে আশ্রয় নিয়েছি। বর্তমানে আমাদের জায়গাতে মামলা চলাকালিন সময়ে চেয়ারম্যানের সহতায় সরকারী হতদরিদ্রদের ঘর নির্মানেরও পরিকল্পনা চলছে। এবিষয়ে শিবপুর ফাঁড়ির ইনর্চাজ এসআই এসানুল হাসান বলেন, আমরা মামলার তদন্ত প্রতিবেদন পাঠিয়েছি। এ ব্যাপারে স্থানীয় নাটঘর ৪নং ইউপির চেয়ারম্যান আবুল কাসেমের নিকট জানতে চাইলে প্রথমে তিনি উত্তেজিত হয়ে উঠেন। পরে তিনি বলেন, বিষয়টি সালিসের মাধ্যমে নিষ্পত্তি হওয়ার পর আবার মামলা করা হয়েছে। তবে আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। বিচারাধীন জায়গায় ঘর নির্মাণ প্রসঙ্গে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ বলেন, জায়গা নিয়ে মামলা আছে বিষয়টি আমারা জানা নেই। তবে অভিযোগ পেলে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post