প্রশান্তি ডেক্স॥ মা আসবে এবং এসেছেও। কিন্তা নিয়মের বেড়াজালে আবদ্ধ হয়ে মা আবার চলেও গেলেন। মাঝখানে রয়ে গেয়ে স্মৃতি। স্মৃতি কখনো মধুর আবার কখনো বিধুর। স্মৃতির পাতায় যেন মঙ্গলের অলিঙ্গনই বার বার ফিরে আসে এই মায়ের করুনাই। হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা পুজা বিজয়া দশমীর মাধ্যমে শেষ হয়েছে। এবং যার যার মনোবাসনা পুর্নতার লক্ষে মায়ের বিদায় জয়োল্লাসের মাধ্যমে সেড়েছেন। মায়ের প্রতি ভক্তি ও শ্রদ্ধার কমতি ছিল না কোথাও। ধনী ও গরীব এর মধ্যে ছিলনা কোন ভেদাভেদও। সকলে মিলেই মায়ের আশির্বাদ কামনায় রত ছিলেন। আগামীতে মা আবার ফিরে আসবেন সেই প্রতিক্ষার প্রখর গুনতে শুরুও করেছেন অনেকেই।
এখানে দেখা গেছে যে, সার্বজনীন এক নির্মল আনন্দ উপভোগও করেছেন ধর্মের বেড়াজাল বা ভেদাভেদ ভূলে গিয়ে। এই সাম্য এবং উদার মনোভাব আমাদেরকে আগামী দিনে আরো সম্প্রীতি এবং সাবজনীনতায় এগিয়ে নিয়ে যাবে। ধর্ম যার যার কিন্তু রাষ্ট এবং আনন্দ সবার। তাই হচ্ছে এবং হয়েছেও।
দু:খের বিষয় হলো মায়ের শান্তি উবলব্দি এমনকি উপভোগ করতে গিয়ে ভারতে প্রাণ হারিয়েছেন ৫০জন এবং আরো অসংখ মানুষ আহত এমনকি পঙ্গুত্বও বরণ করেছেন। মায়ের করুনা এবং ভক্তি ও ভালবাসার টানে নিজের জীবনের সকল কিছু বিসর্জন দিয়েছেন, হিতাহিত জ্ঞান হারিয়ে দৃষ্টান্তও হয়েছেন। আসুন আমরা সতর্ক হই এবং শিক্ষা নিই এই ঘটনা থেকে যেন আগামী আর এই ধরণের দূর্গটনার জন্ম না হয়। দুর্ঘটনার স্বাীকার সকলের প্রতি আমাদের সহমর্মীতা এবং সহানুভূতি অব্যাহত রইল।