কসবায় গ্রামীন ফোনের টাওয়ারে চুরির সময় জনতার হাতে ২ জন আটক

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত সোমবার রাতে বাদৈর ইউনিয়নের হাতুরাবাড়ী গ্রামে গ্রামীন ফোনের টাওয়ারে সরঞ্জাম চুরির সময় আন্ত:জেলা টাওয়ার চোর চক্রের ২ জনকে আটক করে গ্রামবাসী। আটকৃতরা হলো কুমিল্লা জেলার লাকসাম উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত নজির আহাম্মদের ছেলে শামিম আহাম্মদ(৩০) ও সিলেট জকিগঞ্জ পৌর সদরের মাইনউদ্দিনের ছেলে বদর উদ্দিন (২৬)। গ্রামবাসী তাদের পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় গ্রামীন ফোনের পক্ষ থেকে আটককৃতদের বিরুদ্ধে কসবা থানায় অভিযোগ দায়ের করেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গত সোমবার রাত ১১ টায় একটি পিকআপ যোগে তিনজন লোক আসে উপজেলার হাতুরাবাড়ী গ্রামে অবস্থিত গ্রামীনফোনের টাওয়ারে। স্থানীয়রা তাদের পরিচয় জানতে চাইলে তারা গ্রামীনফোনের লোক বলে পরিচয় দেয়। তারা প্রথমে টাওয়ারে প্রবেশ করে ব্যাটারী ব´ের তালা কেটে ব্যাটারীর বিদ্যুৎ সংযোগ একের পর এক কাটতে থাকে তাদের হাতে থাকা প্রায় ৩০ ইঞ্চি লম্বা একটি কাটার দিয়ে। কয়েকটি ব্যাটারী গাড়িতে তুলে ফেলে। এতে স্থানীয়দের ওই ৩ জনকে চোর বলে সন্দেহ হলে লোকজন তাদের আটক করে। এক পর্যায়ে তারা স্বীকার করে তার টাওয়ারের মালামাল চুরি করে। তারা আন্ত:জেলা টাওয়ার চোর চক্রের সদস্য। গ্রামবাসী তাদের বেধে রেখে পুলিশে খবর দেয়। এ ঘটনায় কসবা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.