কসবায় নিরাপদ সড়কের দাবীতে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত সোমবার উপজেলার পৌর উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা নিরাপদ সড়কের দাবি বাস্তাবায়নে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। পৌর শহরের টিআলী বাড়ির মোড়ে এ কর্মসূচী পালিত হয়। nirapod sorok kasba
মানববন্ধন শেষে রাস্তায় চলমান গাড়ি চালকদের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা সংবলিত সচেতনতামূলক লিফলেট বিতরন করে ছাত্র-ছাত্রীরা। দূর্ঘটনা এড়াতে সরকারের নির্দেশনা মেনে নিরাপদে গাড়ি চালানোর পরামর্শ দেন। সড়ক দূর্ঘটনা কমাতে ট্রাফিক আইন মানার পরামর্শ দেন।
নিরাপদ সড়কের দাবীতে সচেতনতামূলক মানবন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.জাফর আহাম্মদ।
উপজেলা শিক্ষা অফিসার জাফর আহাম্মদ বলেন, সড়ক দূর্ঘটনা কমাতে চালকদের পরামর্শ এবং লিফলেট বিতরনের মাধ্যমে সচেতনতা তৈরি করতে ছাত্র-ছাত্রীদের এ উদ্যোগ একটি ভাল কাজ।
উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম বলেন, সড়ক দূর্ঘটনা ও প্রানহানী রোধে গাড়ী চালকদের সচেতনতা বৃদ্ধিতে ছাত্র-ছাত্রদের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের সচেতনতামূলক কাজে সর্বস্তরের মানুষের অংশগ্রহন থাকা উচিত।

Leave a Reply

Your email address will not be published.