মোঃ নাঈম হাসান, পাবনা প্রতিনিধি॥ পাবনায় গত শুক্রবার দিবাগত রাতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) সঙ্গে এক ব্যাক্তি নিহত হয়েছেন। পাবনা সদর উপজেলা রাজাপুরে ক্যালিকো কটন মিল এলাকায় শুক্রবার রাত আনুমানিক ৩ টার দিকে র্যাবের সঙ্গে বন্ধুক যুদ্ধে নিহত হন টিপু শেখ (৪৫) তার বাড়ি পাবনা সদর উপজেলার কবিরপুর গ্রামে। র্যাব-১২ এর পাবনা ক্যাম্পের পাঠানো বিবৃতির ভাষ্য অনুযায়ী মিলের পরিত্যাক্ত ভবনে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে জানতে পেরে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায় এ সময় মাদক ব্যবসায়ীদের সাথে বন্দুক যুদ্ধ হয়। পরে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় এক ব্যাক্তিকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে পরিবারের লোকজন এসে টিপু শেখ বলে সনাক্ত করেন। টিপু শেখের ছেলে হৃদয় শেখ বলেন পাঁচ দিন আগে তার বাবা একটি মামলায় হাজিরা দিতে আদালতে যান। আদালত প্রঙ্গন থেকে কে বা কারা তাকে তুলে নিয়ে যান এরপর টিপু শেখ নিখোজ ছিলেন।