ব্রাহ্মণবাড়িয়া কসবার গর্ব জনাব অ্যাডভোকেড আবু আমজাদ

amzad aboবিশিষ্ট আইনজীবী

আবু আমজাদ ১৯৫৩ সালের ৫ নভেম্বও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের নিয়াজ পার্ক রোডস্থ এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন, তাঁর পৈত্রিক বাড়ি কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে। তিনি পিতা মরহোম আবদুস সোবহান এবং মাতা মরহোম জমিলা খাতুনের কনিষ্ঠ পুত্র। তিনি কসবার মাটি ও মানুষের নেতা সৈয়দাবাদ কলেজের প্রতিষ্ঠাতা এ.বি. সিদ্দিক সাহেবের ছোট ভাই। তিনি ব্রাহ্মণবাড়িয়া মিশনারী প্রাইমারী স্কুল থেকে শিক্ষা জীবন শুরু করে ১৯৬৯ সালে অন্নদা সরকারি বিদ্যালয় থেকে এস. এস. ডস পাশ কওে ১৯৭৩ সালে ব্রাহ্মণবাড়িয়া কলেজ থেকে ¯œাতক [হিসাব বিজ্ঞান] ডিগ্রি লাভ করেন। জগন্নাথ কলেজ থেকে ¯œাতকোত্তর [হিসাব বিজ্ঞান] ডিগ্রি নিয়ে ১৯৭৯ সালে কর আইন পেশায় প্রবেশ করেন। সুদীর্ঘ ৩৯ বছরের কর আইন পেশার পথপরিক্রমায় এখন তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টেও বিভাগেও আইন পেশায় নিয়োজিত। স্বাধীনাত উত্তর বাংলাদেশে তিনি সম্ভবত প্রথম কসবা উপজেলা হতে ২০১২ সালে ২৫ অক্টোবর বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বপ্রান্ত হন এবং ১৭ মাস দায়িত্ব পালনের পর স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে চলে আসেন। তিনি প্রাচ্যেও অক্সফোর্ড হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ডিপার্টমেন্টর এমবিএ সেশনে গেষ্ট লেকচারার হিসেবে দু-দুবার আয়কর আইন বিষয়ক বক্তব্যও দিয়েছেন। তিনি ১৯৮৮ সালে বাংলাদেশের একমাত্র কর বিষয়ক মাসিক পত্রিকাটির করাদালত এর প্রকাশনার দায়িত্ব গ্রহন করেন এবং ১৯৯৩ সাল থেকে তাঁর সম্পাদনায় নিয়মিত প্রকাশ হয়ে আসছে। প্রম্প্রতি পত্রিকাটির প্রকাশনার ৩০ বছর উৎসবে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাছাড়া অ্যাডভোকেট আবু আমজাদ কর বিষয়ক বিভিন্ন গ্রন্ত সম্পাদনা করেন। গ্রন্থগুলো হল:
***আয়কর সারগ্রন্থ তিনি ১৯৯৯ সালে সর্বপ্রথম ওহপড়সব Income Tax Ordinance, ১৯৮৪ এর বঙ্গানুবাদ করেন এবং মূল আইনটিসহ প্রতি বছর বাজেট উত্তর সংশোধনীসহ প্রকাশ করে ২০১২ সাল পর্যন্ত নিয়মিত প্রাকাশ করেছেন।
***কর আইন ২০১৮’ আয়কর, দান কর, সম্পদ কর ও মূল্য সংযোজন কর আইনের সার সংক্ষেপ নিয়ে ১৯৯৩ সাল থেবে বাজেট উত্তর সংকলন প্রকাশ করে আসছেন, যা কর আইন ৯৩, ৯৪…. কর আইন ২০১৮ নামে পরিচিত।
***আয়কর গেজেট ও প্রজ্ঞাপন ১৯৯৮ সাল আয়কর সংক্রান্ত সকল এস আর ও পরিপত্র স্পষ্টিকরণ নিয়ে আয়কর গেজেট ও প্রজ্ঞাপন নামে ১৯৮৪ হতে ২০০৯ সাল পর্যন্ত পাঁচ খন্ডে প্রকাশ করেন।
***মূল্য সংযোজন কর আইন ও বিধি মূল্য সংযোজন কর আইনটি সাধারন করদাতাদেও কাছে সহজলব্ধ করার প্রয়াসে ১৯৯৪ সালে মূল্য সংযোজন কর আইনের উপর বই লিখেন, যার দ্বিতীয় ও তৃতীয় সংস্করণ প্রকাশ হয়েছে ১৯৯৯ ও ২০০২ সালে।
***সম্পদ কর আইন ও বিধি ১৯৯৭ সালে সম্পদ কর আইন ১৯৬৩ এর বঙ্গানুবাদ করেন এবং সর্বশেষ সংশোধনীসহ প্রকাশ করেন। তিনি ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সহকারী সাধারণ সম্পাদকসহ পাঁচবার কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হন। এছাড়া কর আইনজীবীদের কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স এসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদকসহ কয়েকবার কার্যকারী কমিটির সদস্য নির্বাচিত হন। তিনি বর্তমানে কসবা উপজেলা সমিতি, ঢাকা এর কার্যকরী পরিষদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেল সমিতির কার্যকারী কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালনসহ বর্তমানে ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সহকারী সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তাছাড়া তিনি লায়নস ক্লাব ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার চক্ষু সেবায় জড়িত ছিলেন। তিনি ব্যক্তিগত জীবনে এক সন্তানের গর্বিত জনক।
সদ্য সমাপ্ত হওয়া ঢাকাস্থ কসবা সমিতির অভিষেক অনুষ্ঠানে গুনীজন সম্মাননায় সম্মানীত হন। এই সৃজনশীল ও সৃষ্টিশীল মানুষটিকে খোদা তায়ালা দীর্ঘায়ু করুন এবং নিজ এলাকার মানুষের প্রয়োজনে মরহুম এ বি সিদ্দিক সাহেবের উত্তরসূরী হিসেবে ব্যবহার করুক।

Leave a Reply

Your email address will not be published.