সরকারের শেষ সময়ে এসে দলীয় এবং নির্দলীয় মানুষদের যে সকল হয়রানীমূলক মামলাগুলি রয়েছে তার সুরাহাটা জরুরী। কারণ এই দলীয় এবং নির্দলীয় মানুষগুলি কিন্তু সরকারেরই সম্পদ, সরকারেরই লোক এবং আগামীর আশা। সুতরাং বিভিন্নভাবে যারা হয়রানীর স্বীকার বা আইনের মারপ্যাচে আটকে আছে তাদেরকে রেহাই দেয়ার এখনই সুযোগ। কিছু কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝিতেও সৃষ্টি হয়েছে নানান ধরণের হয়রানী। তাই হয়রানী নামক শব্দটিকে বিলুপ্ত করা এখন ফরজে আইনে পরিণত করা উচিত। হয়রানী থাকবে শুধু দেশবিরোধী এবং অন্ধকারের ও প্রকাশ্যে উন্নয়ন বিরোধী চক্রের মোকাবেলায়। কিন্তু এর বাইরে যেন আর কোন ধরণের হয়রানি মাথাচারা দিয়ে না উঠে সেইদিকে দৃষ্টিপাত করা এখন সময়ের জুড়ালো দাবি।
যেসকল মামলা এখনও নিস্পত্তি বা মিমাংসায় আসেনি তার মিমাংসা করে দলীয় পরিবারকে শাক্তিশালী করে দলীয় ঐক্যকে আরো সুদৃঢ় করে উন্নয়ন বিরোধীদের বিতারিত করতে ঐক্যের ভিত্তিতে ঝাপিয়ে পড়–ন। আগামী দিনের সুনিশ্চিত নিশ্চয়তাকে আকড়ে ধরার ব্যবস্থা করুন। বিভিন্ন বাহিনী কর্তৃক যে সকল হয়রানি চোখে পড়ার মত বা ভূল বোঝাবুঝিতে সৃষ্টি হয়েছে বা হয়েছিল সেইগুলি সুরাহা করে এক ঐক্যে সামিল হয়ে সামনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হওয়া জরুরী।
কিছু হাস্যকর সংবাদ দৃষ্টিগোচর হয় যা দেখে মনে হয় সরকার ও প্রশাসন অথবা দলকে খেয় করার লক্ষ্যেই ঐ সকল সংবাদের ভিত্তি রচনা করা হয়। তাই মামলা এবং হয়রানীর ক্ষেত্রে সজাগ দৃষ্টি দিয়ে সুনির্দিষ্ট কারণের যথার্থতা এবং নির্ভরযোগ্যতা তথ্য উপাত্ত্বসহ যাচাই-বাছাই করে পদক্ষেপ নেয়া উচিত। নতুবা বিরোধীদের বক্তব্যের খোরাক এবং হাস্যকর মুখরোচক আলাপের বিষয়বস্তুতে পরিণত হওয়া ছাড়া আর কোন কাজের কাজ কিছুই হবে না। তাই প্রতিটি ক্ষেত্রে সজাগ দৃষ্টি এবং হামলা ও মামলাকারী সম্পর্কে নিশ্চিত হয়ে তা আমলে নেয়া উচিত বলে মনে করি।
দলীয় লোক দ্বারা বা দলীয় উপকার ভোগী দ্বারা দলীয় সমর্থক ও নিরীহ প্রকৃতির লোকদের কথিত ভুলগুলিকে মার্জনা করার এখনই সময়। তাই ভূল শুধরিয়ে সামনে এগিয়ে যাওয়ার ঐক্য এখনই প্রকাশ্যভাবে প্রকাশ করা জরুরী। আগামীর প্রয়োজনে সকলে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করবে এটাই হউক আমাদের সকলের প্রত্যয়দিপ্ত অঙ্গীকার।