ক্রাইম রিপোর্টার, মো: ইসমাইল হোসাইন, প্রভাষক॥ গত মঙ্গলবার দুপুরে আখাউড়ায় নির্মানাধীন পাকা ভবনের ছাদ থেকে পড়ে রাসেল মিয়া (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। নিহতের ভাই জানায়, আখাউড়া মনিয়ন্দ ইউয়নের বড় লোহঘর গ্রামের জিল্লুর রহমানের পুত্র রাসেল মিয়া, রাজশ্রমিক হিসাবে মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর মিলন মিয়ার নির্মনাধীন পাকা ভবনের তিনতলায় কাজ করছিল। অসাবধনতায় দুপুর ১২টায় রাসেল মিয়া ছাদ থেকে ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। পরে আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দুপুর ২টায় সে মৃত্যুবরণ করে। শ্রমিক ও মালিক পক্ষ তাকে হাসপাতালে দিয়ে আসলেও তার অবস্থা খারাপ দেখে সবাই পালিয়ে যায় বলেও তিনি জানিয়েছেন। এ ব্যপারে আখাউড়া থানার এস আই সরুজ জানায়, হাসপাতাল থেকে লাশ উদ্ধার হয়েছে।