লেখকের নাম- খন্দকার রবিউল্লাহ
অমানিশা ভুবন বদলে গেল
তুমি এলে বলে
সেই রবিউল আওয়ালে
কৃতদাসি আজাদ হল,
তোমার আগমন সংবাদ বলে
সেই রবিউল আওয়ালে
বিবস্ত্র জাতিকে বস্ত্র দিলে
মনষ্যত্বের ফুলে ফুলে
সেই রবিউল আওয়ালে।
জ্যান্ত কবর মুক্তি পেল
অবলা নারীর দলে,
সেই রবিউল আওয়ালে।
বেহশত কে রেখে দিলে
মায়ের কদম তলে
সেই রবিউল আওয়ালে।
ভুবন কে রেখে গেলে
ইসলামের সুশীতল ছায়াতলে
সেই রবিউল আওয়ালে।
তোমার নাম বলতে, শুনতে
খোদা দুরুদ ওয়াজিব করে দিলে।
ধন্য আমি, ওগো হাবীবুল্লাহ
তোমার উম্মেত হয়েছি বলে।
নিজেকে আমি ধন্য বলি,
দরুদ সাল্লে আলাহ বলে বলে।