প্রশান্তি ডেক্স॥ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা কমিটির কর্মী সমাবেশ গত রবিবার সকালে ডুমুরিয়া উপজেলার শঙ্খ মহল সিনেমা হলে অনুষ্ঠিত হয়েছে। জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড শেখ সাইদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রিয় কমিটির সভাপতি বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন।
তিনি বলেন, বাংলাদেশের বর্তমান উন্নয়ন সারা বিশ্বের কাছে দৃশ্যমান। এ উন্নয়নকে নস্যাত্ করার জন্য জামায়াত-বিএনপি নতুন করে একটি বিভ্রান্তকর ঐক্য জোট করেছে। আগামী সংসদ নির্বাচনে মহাজোটকে ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য তিনি কর্মীদের প্রতি আহ্বান জানান। সমাবেশে খুলনা জেলার খুলনা সদর, দাকোপ, বটিয়াঘাটা, দিঘলিয়া, ফুলতলা, কয়রা, রুপসা, তেরখাদা ও ডুমুরিয়া উপজেলার নেতা কর্মীবৃন্দ অংশগ্রহন করেন বলে দলীয় সূত্র জানিয়েছেন। দলীয় সংগীত শেষে বক্তব্য রাখেন এ্যাডভোকেট মিনা মিজানুর রহমান, ডঃ প্রফেসর শুশাস্ত দাস,আবুল বাশার মোল্লা, ভবতোষ মন্ডল, সেলিম আক্তার স্বপন, তরুণ কান্তি বিশ্বাস, মফিদুল ইসলাম, আনছার আলী ও মোজ্জামেল হক। সমাবেশের পূর্বে প্রধান অতিথি শেখ আব্দুল মজিদ মিলায়তনের ফলক উন্মোচন করেন। সমাবেশ শেষে লাল পতাকা নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়।