ব্রাহ্মণবাড়িয়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মো: আনোয়ার হোসেন খান,বিপিএম,পিপিএম মহোদয় “ড্রীম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশন” এর প্রতিষ্ঠাতা হেদায়েতুল আজিজ মুন্না, ব্রাহ্মণবাড়িয়ার নেতৃত্বে হুইল চেয়ার ক্রিকেট দল, প্রতিবেশী দেশ ভারত এর সাথে তিন ম্যাচ আন্তর্জাতিক হুইল চেয়ার টি-২০ খেলায় বিজয়ী হওয়ায় ফুল দিয়ে তার দলকে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পুলিশ সুপার মহোদয় প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা সহ সব ধরনের সহযোগিতা প্রদানের বিষয়ে আশ্বস্ত করেন। প্রতিবন্ধী লোক জন সমাজের বাইরের কেউ নয়।কেউ যেন সমাজে পিছিয়ে না থাকে। এরা আমাদের সংসার- সমাজ-দেশের অংশ।তাদের অবহেলা নয়, সহযোগিতা করতে হবে। তাদের সমাজে প্রতিষ্ঠিত করে দেওয়া আমাদেরই দায়িত্ব। এই সময় জাতীয় ফুটবল টিমের সাবেক অধিনায়ক মোহাম্মদ কায়ছার হামিদ ও বিভিন্ন সংগঠনের সদস্য সহ জেলা পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।