তফসিল ঘোষণার সিদ্ধান্ত রোববার

নিজস্ব প্রতিবেদক॥ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) একেএম নূরুল হুদা বলেছেন, সরকারের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপকে আমরা ইতিবাচক দৃষ্টিতে দেখছি। তফসিল ঘোষণার চুড়ান্ত প্রস্তুতি আমরা নিয়ে রেখেছে। তফসিল ঘোষণাকে সংলাপ প্রভাবিত করবে না।Tofsel gosoner seddanto Rubber
বঙ্গভবনে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল।
রাষ্ট্রপতির বাসভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইসি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত আগামী রোববার (৪ নভেম্বর) নির্বাচন কমিশনের বৈঠকে নেওয়া হবে বলেও তিনি জানান।
গত বৃহস্পতিবার (০১ নভেম্বর) বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে জানিয়ে সিইসি বলেন, এটা অনানুষ্ঠানিক সাক্ষাৎ। আগামী নির্বাচনের প্রস্তুতি বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। ভোটার তালিকা, কেন্দ্রসহ নির্বচনের বিভিন্ন বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হযেছে। তিনি আমাদের প্রস্তুতিতে সন্তুষ্ট। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশার মাহবুব তালুকদার, মো: রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব) শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।
জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন এখন পর্যন্ত যে প্রস্তুতিগুলো সম্পন্ন করেছে সে বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে বৈঠকে। এছাড়া বাকি কাজের বিষয়েও বিস্তারিত জানিয়েছে তফসিল ঘোষণার জন্য অনুমতি চেয়েছে ইসি। এ সময় ইসিকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি।
এদিকে এক সপ্তাহের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

Leave a Reply

Your email address will not be published.