ভৈরবে ফেনসিডিল ও টাকাসহ আটক সেই জেলার দুইদিনের রিমান্ডে

কিশোরগঞ্জ প্রতিনিধি॥ কিশোরগঞ্জের ভৈরবে আটক চট্টগ্রাম কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসকে মাদক আইনে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ সাতদিনের রিমান্ডের আবেদন করে আদালতে সোপর্দ করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল মাহমুদ গত সোমবার দুইদিনের রিমান্ড দেন। গত শুক্রবার দুপুরে ভৈরব রেলওয়ে স্টেশনে রেলওয়ে থানার পুলিশ বিজয় এক্সপ্রেস ট্রেনে অভিযানVoyrub Fansede ak trak চালিয়ে জেলার সোহেল রানা বিশ্বাসকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১২ বোতল ফেনসিডিল, নগদ ৪৪ লাখ ৪৩ হাজার টাকা, এক কোটি ৩০ লাখ টাকার তিনটি চেক এবং দুই কোটি ৫০ লাখ টাকার এফডিআর উদ্ধার করা হয়।
গত শনিবার তার বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানার এসআই মো. আশ্রাফ উদ্দিন ভূইয়া বাদী হয়ে মাদক ও মানি লন্ডারিং আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন। মাদক আইনে তাকে সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়। মানি লন্ডারিং সংক্রান্ত মামলাটি দুর্নীতি দমন কমিশনে পাঠানো হয়েছে। সোহেল রানা বিশ্বাস বিজয় এক্সপ্রেস ট্রেনে চট্টগ্রাম থেকে ময়মনসিংহ যাচ্ছিলেন। তিনি ময়মনসিংহের ধুবাউড়ার জিন্নাত আলী বিশ্বাসের ছেলে। ময়মনসিংহ শহরের ১১৯ আর. কে. মিশন রোডে তার বাসা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.