ভজন শংকর আচার্য্য,কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়া কসবায় ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক দিনব্যাপী লোকজ মেলা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলা উপলক্ষে ছিলো বিশাল বর্ণাঢ্য উন্নয়ন র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় বিভিন্ন দপ্তরের ১২টি স্টল বসে। স্টলগুলোতে সরকারের নানমূখী উন্নয়নমূলক কর্মকান্ড প্রদর্শন করা হয়।
স্টলগুলোতে ছিলো দর্শনার্থীদের উপচেপড়া ভীড়। মেলায় ছিলো দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন; সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা আক্তার, ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, আওয়ামী লীগ যুগ্ন আহবায়ক এমজি হাক্কানী ও কাজী আজহারুল ইসলাম, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, উপজেলা প্রকৌশলী এটিএম রবিউল ইসলাম। সঞ্চালনায় ছিলেন কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা। অনুষ্ঠানে অতিথিগন সরকারের নানামূখী উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা করেন। সরকারের ভিশন বাস্তবায়নে ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।