প্রশান্তি ডেক্স॥ কসবা-আখাউড়ার গণ মানুষের নয়নের মনি, ভালবাসার শেষ আশ্রয়স্থল, গরিব ও দুখি মানুষের শেষ ঠিকানা, বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী। তিনি মনোনয়ন ফরম ক্রয় করেছেন। আওয়ামী লীগও তাকে মনোনয়ন দেবেন এবং আওয়ামী লীগের চুড়ান্ত তালিকায় তিনি রয়েছেন। আগামী দিনে প্রার্থী তালিকা ঘোষণা হবে এবং তিনি কসবা আখাউড়ার আওয়ামী প্রার্থী।
কসবা আখাউড়ার সর্বস্তরের জনগণ; এলাকা তথা দেশ সেবার দায়িত্ব দিয়ে আগামী নির্বাচনে বিজয়ী করে পরবর্তী সংসদে প্রতিনিধিত্ব করার স্বপ্নে এখন বিভোর। দল মত নির্বিশেষে সকলেরই চাওয়া – পাওয়া একটাই আগামী নির্বাচন এবং নির্বাচনের বিজয়ী মালা। পুনরায় আবার দেশ সেবার দায়িত্ব নিয়ে এলাকার মানুষের অসমাপ্ত উন্নয়ন কাজটুকু সমাপ্তের প্রত্যাশা।
আসুন আমরা সবাই মিলেমিশে দেশ রতেœর স্বপ্ন এবং আনিছুল হকের আকাঙ্খা পূরণের অসমাপ্ত কাজটুকু সমাপ্ত করি। বল এখন কসবা আখাউড়ার জনসাধারণের হাতে তাই বল নিয়ে ইতিবাচক এবং দলীয় ঐক্যের সূদৃঢ় বৃত্তির গাথুনী তৈরীতে প্রাণখোলা ভালবাসার বন্ধনে আবদ্ধ হয় এবং স্ব স্ব অবস্থান থেকে কাজটুকু শেষ করি।
নির্বাচনী মাঠ জরিপ এবং এলাকায় অনুসন্ধানে জানা যায় আনিছুল হক বিশাল ব্যবধানে এগিয়ে। নিশ্চিত বিজয়ের দ্বারপ্রান্তে। প্রতিদ্ধন্ধী প্রার্থীগণ যে দলেরই হোক না কেন আনিছুল হকের ধারে কাছেও নেই। যোগ্যতা, সততা, আন্তরিকতা, সেবা ও ভালোবাসা এবং মাননীয় প্রধানমন্ত্রীর জাদুময়ী ছোয়ার ক্যারেসমেটিক উন্নয়নই এই বিজয়ের মূল মন্ত্র। তবে প্রার্থী নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অবদানও বটে।
অসামান্য উন্নয়ন, শতভাগ বিদ্যুত, ব্রিজ, কালভার্ট, স্কুল কলেজ, মসজিদ-মাদরাসা, রাস্তা-ঘাট, সীমান্ত হাট, রেল যাত্রাবিরতি, স্কুল-কলেজ সরকারীকরণ, ব্যক্তিগত ও সামাজিক উন্নয়ন, সরকারী চাকুরী, রাজনৈতিক সংস্কারসহ নানান উন্নয়ন সফল কর্মকান্ডে নিতি এখন কসবা ও আখাউড়ার প্রাণপুরষ এবং জনমানুষের মধ্যমনিতে পরিণত হয়েছেন। তাই আগামীতে আরো সাফল্য ও উন্নয়ন এবং সমতার ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় এই মহান মেধাবী সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তিটিকে দেশ সেবার সুযোগ দিয়ে এগিয়ে নিতে আমরা সবাই প্রস্তুত। জয় হউক বাংলাদেশ আওয়ামী লীগের। আগামী দিনের বিজয়ের অগ্রীম শুভেচ্ছা রইল॥