প্রধানমন্ত্রীকে ‘কওমি জননী’ উপাধি ঘোষণা

Prodan motri koume jananeসাবিনা, নিজস্ব প্রতিবেদক॥ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়েছে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ। কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দেওয়ায় সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা অনুষ্ঠান এ উপাধি দেওয়া হয়। আল্লাম সফি হুজুরের নেতৃত্বে আগত সমগ্র দেশের কউমী আলেম উলামাগণ তাদের ভালবাসা নিগৃহীত উপাধি প্রকাশ করে জানান দিয়েছেন যে, সকল আলেম সজাম শেখ হাসিনার উন্নয়নে শরীক হতে মুখিয়ে আছে এবং আগামী নির্বাচনে তাদেও আকুন্ঠ সমর্থন দিয়ে চলমান ধারাবাহিক উন্নয়নকে অব্যাহত রাখতে প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published.