পদত্যাগী ৪ মন্ত্রীকে দায়িত্ব চালিয়ে যাওয়ার নির্দেশ

প্রশান্তি প্রতিনিধি॥ পদত্যাগপত্র জমা দেওয়া চার টেকনোক্র্যাট মন্ত্রী। ঢাকা: পদত্যাগপত্র জমা দেওয়া মন্ত্রিসভার চার টেকনোক্র্যাট সদস্যের বিষয়ে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বুধবার (০৭ নভেম্বর) দুপুরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তাফা জব্বার বাংলানিউজকে বিষয়টি জানান। poddotak 4 montreka dayetto chale
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের বলেছেন-কাজ করে যাওয়ার জন্য।’
পদত্যাগপত্র জমা দেওয়ার পর দায়িত্ব পালেনর নৈতিক ভিত্তি নিয়ে মোস্তাফা জব্বার বলেন, ‘যেহেতু আমরা স্বেচ্ছায় পদত্যাগ করিনি। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা পদত্যাগপত্র জমা দিয়েছি। তাই তা গ্রহণ না হওয়া পর্যন্ত স্বপদে দায়িত্ব পালনে কোনো বাধা নেই।’
এদিকে যোগাযোগ করা হলে ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, ‘ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান স্যার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তাকে তিনি দায়িত্ব পালন করে যেতে বলেছেন। আগের মতোই প্রটোকলসহ সব ধরনের সুযোগ- সুবিধা পাবেন তিনি।
‘অন্য তিন টেকনোক্র্যাট মন্ত্রীর ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য হবে,’ বলেন তিনি।
এদিকে সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হিসেবেই নূরুল ইসলাম বিএসসি পূর্ব নির্ধারিত একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগপত্র জমা দেওয়া চার মন্ত্রীর কেউ-ই সচিবালয়ে আসেননি।

Leave a Reply

Your email address will not be published.