ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত প্রথম শ্রেণি থেকে ৫ শ্রেণির ছাত্র-ছাত্রীদের মেধাবৃত্তি পরীক্ষা গতকাল শুক্রবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। এতে ৩ জেলার ২১ টি কেন্দ্রে প্রায় ৫হাজার শিক্ষীর্থ অংশগ্রহণ করে। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা কেন্দ্রে ছয়শ ছয় জন অংশগ্রহণ করে। তিনটি গ্রেডে তাদের মেধাবৃত্তি প্রদান করা হবে।
বৃহত্তর কুমিল্লা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব মো. সোলেমান খান বলেন, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার একশত কিন্ডার গার্টেন স্কুলের প্রায় পাঁচ হাজার কোমলমতি ছাত্র-ছাত্রী এই পরীক্ষার অংশ গ্রহণ করেছে।