প্রশান্তি প্রতিনিধি আনোয়ার॥ এই দর্শনকে ধারন করে কসবা থানা পুলিশ নিয়মিত সভার অংশ হিসেবে গত ১৩/১১/১৮ খ্রিঃ কায়েমপুর ইউনিউনে স্থানীয় কমিউনিটি পুলিশিং এর সদস্যদের নিয়ে কমিউনিটি পুলিশিং এর একটি সভা করেন। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা থানার অফিসার ইনর্চাজ গ অ গধষবশ জধহধ স্যার, সভাপতি হিসেবে কায়েমপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব ইয়াকুব আলি ভুঁইয়া, বিশেষ অতিথি জনাব এমদাদুল হক, সেক্রেটারি, কায়েমপুর ইউপি আওয়ামীলীগ সহ আরো আমন্ত্রিত অতিথি। সঞ্চালক হিসেবে ছিলেন থানার এসআই বেলাল হিসেবে ।
প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতেই বলেন কায়েমপুর ইউনিয়নের পানিয়ারুপ গ্রামে বাংলাদেশের বর্তমান আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রীর নিজ গ্রাম। এই ইউনিয়নের কিছু অংশ ভারতীয় সীমানা ঘেষা। তাই সীমান্তের ওপার হইতে যে কোন প্রকার মাদক যেন আমাদের দেশে আসতে না পারে সেই বিষয়ে কমিটির সদস্যদের সচেতন থাকার অনুরোধ করেন। তাছাড়া নারী নিযাতন,যৌতুক, ইভটিজিং,জংগী সংক্রান্ত সকল অপরাধ যেন কায়েমপুর এলাকায় না ঘটে এবং আসন্ন নির্বাচন শান্তিপুর্ন ভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিস্ট সকলের সহায়তা কামনা করেন। বিশেষ অতিথিগন কমিউনিটি পুলিশিং এর সফলতা লাভ করায় প্রতি মাসে এই ইউনিয়নে সভার ব্যবস্থা করার জন্য থানা কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেন। সভাপতি মহোদয় কমিউনিটি পুলিশিং এর সফলতা কামনা করে সভা শেষ করেন।