সাবিনা আফরিন খান, প্রশান্তি প্রতিনিধি ॥ জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তকে সঠিক বলেছেন বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়া। তবে তিনি নির্বাচনের পাশাপাশি রাজপথের আন্দোলনে থাকার নির্দেশনা দিয়েছেন। গত সোমবার বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধিদল কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলে তিনি এ নির্দেশনা দেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়। এ লক্ষ্যে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও সংগঠিত করতে বলেন নেতাদের। নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক পর্যবেক্ষকের উপস্থিতি যেন থাকে, এখন থেকে সে পদক্ষেপ নিতে বলেন খালেদা জিয়া।
গত বেলা পৌনে তিনটায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পাঁচ নেতা কারাগারে গিয়ে দেখা করেন। অন্য নেতারা হলেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোনে, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার ও মির্ঝা আব্বাস। তাঁরা প্রায় দেড় ঘন্টা কথা বলেন।
কারাগার থেকে বেরিয়ে এসে মির্ঝা ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি আশা করছেন, জনগণের যে ঐক্য আমরা তৈরি করেছি, সেই ঐক্যের মধ্য দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব।’ বিএসএমএমইউতে নেওয়ার দাবি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আবারও খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে স্থানান্তরের দাবি জানান। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে চার দিন ধরে থেরাপি দেওয়া হচ্ছিল না। ম্যাডাম অত্যন্ত অসুস্থ। পিজি হাসপাতালে (বিএসএমএমইউ) নিয়ে তাঁকে আবার চিকিৎসা দেওয়া হোক।’
ফখরুল বলেন, ‘এখানে তাঁর (খালেদা জিয়া) চিকিৎসা ঠিকমতো হচ্ছে না। হাসপাতালে রেখে চিকিৎসকেরা চিকিৎসা করার যে পরামর্শ দিয়েছিলেন, কর্তৃপক্ষ সেই পরামর্শ গ্রাহ্য করেনি। তাঁকে হঠাৎ করেই কারাগারে নিয়ে আসা হয়েছে। আমরা তখনই বলেছি, এটা অমানবিক।’ তিনি অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।