যাকে নৌকা দেব তার হয়ে কাজ করবেন

লোকমান, প্রশান্তি নিজস্ব সংবাদদাতা॥ ঢাকা: যাকেই মনোনয়ন দেওয়া হবে তাকেই মেনে নিতে হবে বলে মনোনয়ন প্রত্যাশীদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি যাকেই Nerbachon Hobe katenমনোনয়ন দেব, তাকেই আপনাদের মেনে নিতে হবে। আপনারা কথা দিলেন? এ সময় প্রধানমন্ত্রীর কথায় মনোনয়ন প্রত্যাশীদের সবাই সম্মতি দেন। গত বুধবার (১৪ নভেম্বর) গণভবনে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর দিক নির্দেশনা মূলক বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
বৈঠক সূত্রে জানা গেছে, শেখ হাসিনা বলেন, ‘আমি সবার সম্পর্কে জানি। আপনাদের সব তথ্য আমাদের কাছে আছে। কারা কি করেছেন, কারা কোন দল থেকে এসেছেন আমি সব জানি। বেশি লাফালাফি করার দরকার নেই। কোনো গ্রুপিং করারও দরকার নেই। প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আগামী নির্বাচন খুব কঠিন নির্বাচন হবে। খুব প্রতিদ্বনিদ্বতাপূর্ণ হবে। এই সময় সবার ঐক্যবদ্ধ থাকা ছাড়া আর কোনো বিকল্প নেই।’
সবার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা সবাই নৌকার পক্ষে ঐক্যবদ্ধ থাকবেন। যাকে নৌকা দিয়ে পাঠাব তার হয়ে কাজ করবেন’। এ সময় উপস্থিত সবাই প্রধানমন্ত্রীর কথা মেনে নিয়েছেন বলে জানা গেছে।
শেখ হাসিনা বলেন, ‘আপনারা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ না করেন, তাহলে আগের মতো বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের সবার দায়িত্ব নিতে পারবো না। এবার নেত্রীকে বেটে খাওয়ালেও কাজ হবে না। আমরা আগামী নির্বাচন নিয়ে কাজ করছি না। আমরা কাজ করছি আগামী প্রজন্ম নিয়ে।’ আওয়ামী লীগের কোনো কোনো আসনে একাধিক প্রার্থী থাকার বিষয়ে উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এসব আসনে যোগ্য নেতৃত্ব গড়ে উঠছে না। আপনারা যোগ্য নেতৃত্ব তৈরি করুন।

Leave a Reply

Your email address will not be published.