ধানমন্ডি কার্যালয়ে শেখ হাসিনা

আনোয়ার॥ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ প্রক্রিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করতে ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে গেছেন দলটির সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গত বুধবার সকাল ১০টার পর তিনি সেখানে পৌঁছান। এর আগে, সকাল থেকেই আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা কার্যালয়ে হাজির হন।Danmonde Karjaly Sekhasena
জানা যায়, তফসিল ঘোষণার পর নির্বাচনি আচরণবিধির কারণে কেবলমাত্র আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎকারের কার্যক্রমটির উদ্বোধন করবেন শেখ হাসিনা। এরপর তার সরকারি বাসভবন গণভবনে মনোনয়ন প্রত্যাশীদের দুপুরের খাবারের দাওয়াত দেবেন তিনি। সেখানেই মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সম্পন্ন হবে। দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
প্রসঙ্গত, একাদশ সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেতে ৪ হাজার ২৩ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.