নির্বাচন বিরোধীদের পরিকল্পিত তান্ডব

প্রশান্তি ডেক্স॥ কোনো দাবি আদায় ছাড়াই বিএনপি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত মেনে নেয়নি বিএনপির তৃণমূলের এক বিরাট অংশ। গত দুপুরে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে তান্ডব তারাই ঘটিয়েছে বলে দাবি Nerbachon Berodedar pore kalpeto tandobবিএনপির একটি অংশের। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বিনা উস্কানিতেই পুলিশের উপর হামলা চালায় বিএনপির একটি অংশ। তারা নির্বিচারে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। জানা গেছে, গত দুইদিন ধরেই বিএনপির একটি অংশ এভাবে নির্বাচনে যাওয়া নিয়ে নেতৃবৃন্দের সমালোচনা করছিলেন। বিভিন্ন সূত্রে প্রাপ্ত খবরে জানা যায়, বিএনপি নেতা মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় এবং রুহুল কবির রিজভী এভাবে নির্বাচনে যাবার ঘোর বিরোধী ছিলেন।

http://jobsforpakistanis.com/wp-content/plugins/jetpack/_inc/lib/jetpack-wpes-query-builder/jetpack-feeder-quality.php

https://www.facebook.com/biplob.chakraborty.902/videos/2097361766995720/?t=91
উপরে দেয়া ভিডিও লিংকে গিয়ে আগে দেখুন এবং তারপর মন্তব্য করুন। পরিশেষে আগামীর জন্য সিদ্দান্ত নিন।
তাদের কর্মীরা গত দুই দিন ধরেই নির্বাচন বিরোধী শ্লোগান দিচ্ছিল। কর্তব্যরত একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা তাঁদের রাস্তার একটি অংশ ছেড়ে দেওয়ার অনুরোধ করতেই তারা আমাদের উপর চড়াও হয়।’ অনুসন্ধানে জানা গেছে, নির্বাচন বানচালের জন্য একটি পরিস্থিতি সৃষ্টির আলাপ-আলোচনা বেশ কিছুদিন ধরেই বিএনপির মধ্যে ছিল। তারা চাইছিল একটা পরিস্থিতি তৈরি করতে। বিএনপির নির্বাচন বিরোধীদের পরিকল্পিত এই হামলা কতদূর গড়ায় তাই দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published.