প্রশান্তি ডেক্স॥ ভোটের পরিবেশ সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বিশেষ বৈঠক শুরু হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে পুলিশ বাহিনীকে দায়িত্ব পালনের নির্দেশ দিলেন সিইসি এই বিশেষ বৈঠকে। এই বিশেষ বৈঠকে পুলিশের আইজিসহ সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সব রেঞ্জের পুলিশ কমিশনার, স্বরাষ্ট্র সচিব, সংস্থাপন সচিবসহ ৬৪ জেলার সকল এসপিরা অংশ নিচ্ছেন।
প্রধান নির্বাচন কমিশনার প্রজাতন্ত্রের সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সুষ্ঠু নির্বাচন ইসির একার পক্ষে সম্ভব না। সভায় আরো জানানো হয়, ১৫ ডিসেম্বরের পর সেনাবাহিনীর টিম প্রতিটি জেলায় যাবে পুলিশ এবং রিটার্নিং কর্মকর্তাদের সাথে নির্বাচনী দায়িত্ব পালনের ছক তৈরি করা হবে। পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণ নয় বরং স্বাধীনতা দিয়ে কাজ করার নির্দেশ দিলেন ইসি। তবে পুলিশ এর সব কাজে ইসির নজরদারি থাকছে বলে মন্তব্য সিইসির