ফৌজদারি অপরাধ ছাড়া কাউকে গ্রেপ্তার না করতে নির্দেশ ইসির

নিজস্ব প্রতিবেদক॥ ফৌজদারি অপরাধ ছাড়া কাউকে গ্রেপ্তার না করতে ও বাড়ি বাড়ি গিয়ে কাওকে হয়রানি না করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। গত বৃহস্পতিবারFojdare oprad chara ভোটের পরিবেশ সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিশেষ বৈঠকে এ নির্দেশ দেন তিনি। সেসময় ভোটারদের নিরাপত্তা দিতে আনসার ভিডিপিসহ আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকার আহ্বান জানান তিনি। সংবিধান অনুযায়ী সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জীবনের ঝুঁকি নিয়ে হলেও পুলিশ বাহিনীকে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। ভোট পরবর্তী যেকোনো সহিংসতা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীকে সচেষ্ট থাকার পরামর্শ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
এই বিশেষ বৈঠকে পুলিশের আইজিসহ সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সব রেঞ্জের পুলিশ কমিশনার, স্বরাষ্ট্র সচিব, সংস্থাপন সচিবসহ ৬৪ জেলার সকল এসপিরা অংশ নিচ্ছেন। প্রধান নির্বাচন কমিশনার প্রজাতন্ত্রের সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সুষ্ঠু নির্বাচন ইসির একার পক্ষে সম্ভব না। সভায় আরো জানানো হয়, ১৫ ডিসেম্বরের পর সেনাবাহিনীর টিম প্রতিটি জেলায় যাবে পুলিশ এবং রিটার্নিং কর্মকর্তাদের সাথে নির্বাচনী দায়িত্ব পালনের ছক তৈরি করা হবে। পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণ নয় বরং স্বাধীনতা দিয়ে কাজ করার নির্দেশ দিলেন ইসি। তবে পুলিশ এর সব কাজে ইসির নজরদারি থাকছে বলে মন্তব্য সিইসির।

Leave a Reply

Your email address will not be published.