মোস্তাফিজুর রহমান
বাসন্তী! তুমি সেই বাসন্তী! তুমি এক দূর্ভেদ্য প্রাচীর!
শত আঘাতেও তুমি নূয়ে পড়োনি। তুমি
কাল জয়ী এক নারী। বটবৃক্ষ তূল্য।
মনে পড়ে সেই স্মৃতি। যেদিন রাক্ষসী রূপী জল প্লাবন
গ্রাস করেছিল সবকিছু। দেশটি ভাসছিল জলের উপরে।
আর তুমি ভাসছিলে কলার ভেলায়। এক অটুট মনোবল নিয়ে।
সেদিন তোমাকে মনে হচ্ছিল সর্বাঙ্গে জাল জড়ানো এক মংসকন্যা
মারমেড এর মতো। ধন্য তোমার মনোবল। ধন্য
তোমার ইচ্ছা শাক্তি। লড়াই করে সেদিন তুমি হয়েছিলে
অন্য এক জোয়ান অব আর্ক। অপশক্তি নাশিনী এক দেবী।
টিকে থাকো বাসন্তি! এভাবেই টিকে থাক চিরকাল।
যুগ যুগ-। আমি তোমাকেই জানাই অভিবাদন।