গত দশ বছরের উন্নয়নের বিচারের ভার জনগণের প্রধানমন্ত্রী

Got 10 Bosor rer Unoyanবাআ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: গত দশ বছরের উন্নয়নের বিচারের ভার জনগণের ওপর ছেড়ে দিলাম। আর আমরা এখন রাজনৈতিক কূটনীতি নয়, অর্থনৈতিক কূটনীতিকে প্রাধান্য দিচ্ছি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চামড়াজাত পণ্য নিয়ে ৩ দিনের বৈশ্বিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এক বক্তৃতায় এ কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন: নির্বাচনে জিতলে রাজশাহী ও চট্টগ্রামে আরও দু’টি শিল্পনগরীর পাশাপাশি আলাদা শিল্পপার্ক নির্মাণ করা হবে। এছাড়া, বৈশ্বিক চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদনে ব্যবসায়ীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published.