সাবিনা আফরিন, প্রশান্তি প্রতিনিধি ॥ বড় দলের অহমিকায় ভুগতে থাকা বিএনপির নেতাদের কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, ‘খালেদা জিয়া ছাড়া আপনারা অস্তিত্বহীন, মূল্যহীন। আপনাদের চার পয়সার দাম নেই। এত বড়াই করেন কেন? গত বুধবার ২০ দলীয় জোটের নতুন সমন্বয়ক নজরুল ইসলাম খানের সঙ্গে আলাপকালে সাবেক বিএনপির নেতা এবং এলডিপির প্রধান ওই মন্তব্য করেন।
গত মঙ্গলবার কর্নেল (অব.) অলি ২০ দলীয় জোট ভাঙ্গার হুমকি দিয়েছিলেন এক অনুষ্ঠানে। শরীকদের সম্মান না করার জন্য তিনি ক্ষোভ প্রকাশও করেছিলেন। এর প্রেক্ষিতেই, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ২০ দলের নতুন সমন্বয়ক নজরুল ইসলাম খান টেলিফোন করেন কর্নেল (অব.) অলি আহমেদকে। নজরুল ইসলাম খান তাঁকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এধরনের বক্তব্য না রাখার অনুরোধ করেন। জবাবে অলি আহমেদ ক্ষেপে যান। তিনি বলেন ‘এই বিএনপি কি আমরা প্রতিষ্ঠা করেছিলাম? বেগম জিয়া দুই মাস জেলে আর আপনারা গায়ে বাতাস দিয়ে বেরুচ্ছেন। ২০ দলকেও কাজ করতে দিচ্ছেন না। আপনাদের মতলব জাতির কাছে পরিষ্কার।’
কর্নেল (অব.) অলি বলেছেন, ‘এখনই কিছু করুন না হলে জনগণ আপনাদের ক্ষমা করবে না।’