আফরিন খান॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবুজ সংকেত পেলেই বিএনপির অনেক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেবে। গত বুধবার সকালে সাংবাদিককের সঙ্গে আলাপকালে বিএনপিকে যেকোনো অভিযোগ তথ্য-প্রমাণসহ উপস্থাপনের আহ্বান জানান ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী আরো বলেন, বিএনপি বিদেশীদের কাছে নালিশ করছে- বিদেশীদের কাছে নালিশ করলে সম্মান বাড়ে না বরং কমে। তারা এই নালিশ করার মাধ্যমে দেশকে ছোট করছে।