বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজার পর বিএনপির রাজনৈতিক কর্মসূচি আওয়ামী লীগের ওপর তেমন কোনো প্রভাব পড়বে বলে মনে করে না বিএমআই রিসার্চ। সংস্থাটি বলছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে থাকায় এবং দেশে বহু নেতা গ্রেপ্তার থাকায় বিএনপিতে নেতৃত্বের সংকট তৈরি হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের অবস্থা এর উল্টো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সাল থেকে দলটির নেতৃত্বে আছেন। তাকে বেশ শক্তিশালী নেতা হিসেবেই দেখছে সংস্থাটি। আগামী নির্বাচনকে ঘিরে সহিংসতার আভাস ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনের মতোই এবারও ভোটের আগে সহিংতার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না বিএমআই রিসার্চ।
নির্দলীয় নির্বাচনাকীন সরকারের দাবিতে চার বছর আগে দেশে নানা সহিংস কর্মসূচি পালন করেছে বিএনপি। তাদের দাবি এবারও সরকার পাত্তা দিচ্ছে না। যদিও সেই দাবি জানিয়ে যাওয়ার পাশাপাশি খালেদা জিয়াকে কারাগারে রেখে ভোটে না যওয়ার কথা বলে যাচ্ছেন নেতারা। এই পরিস্থিতিতে বিএমআই রিসার্চ বলছে, ‘ফলে ২০১৪ সালের মত এবারও বিএনপির নির্বাচন বর্জনের সম্ভাবনা থেকেই যাচ্ছে। নির্বাচনের আগে-পরে তাদের সহিংস আন্দোলনের সম্ভবনাও আমরা নাকচ করতে পারছি না।’