ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সরকারি রাস্তায় ঘর তুলে ২২ দিন যাবত অবরুদ্ধ কয়েকটি পরিবার; উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘর সরানোর নির্দেশ

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রাতের আধারে সরকারী রাস্তায় ঘর বেধে যাতায়াতের পথ বন্ধ করে দেয়ায় প্রায় ২০ দিন যাবত অবরুদ্ধ হয়ে পড়েছে কয়েকটি পরিবার। দুর্বিসহ জীবন পোহাতে হচ্ছে এই কয়েকটি পরিবারকে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছে ভৃক্তভোগী পরিবারগুলো। উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম সমাধানের আশ্বাস দেন। সরেজমিনে গিয়ে জানা যায়, গত ৫ নভেম্বর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রাইতলা গ্রামের মো.আলমগীর মিয়া ও তার বাড়ির লোকজন রাতের আধারে পাশ্ববর্তী বাড়ির রাজু আহমেদের বাড়ির লোকজনের যাতায়াতের রাস্তায় ঘর তুলে বাধা সৃষ্টি করেন।
ফলে প্রায় ২২ দিন যাবত অবরুদ্ধ হয়ে পড়ে কয়েকটি পরিবার। বাড়ি থেকে বের হতে পারছেনা ওই বাড়ির লোকজন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের নিকট অভিযোগ দেন ভৃক্তভোগী পরিবার। অভিযোগ পেয়ে উপজেলা ভূমি কর্মকর্তা জোবাইদা আক্তারকে তদন্তের দায়িত্ব দেন। গত ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তা মো,শফিকুল ইসলাম জায়গা পরিমাপ করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারী রাস্তার উপর থেকে ২৪ ঘন্টার মধ্যে ঘর সরানোর নির্দেশ দেন বিবাদীপক্ষকে। অপরদিকে বিবাদীপক্ষ দাবী করছে এটি তাদের নিজস্ব জায়গা। এ বিষয়ে মূলগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান মো.মইনূল হোসেন বলেন; এটি সরকারী রাস্তা হিসেবে আমরা জানি। রাস্তার উপর মাটি ফেলার জন্য ইউনিয়ন পরিষদ থেকে একটি বরাদ্দও দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published.