ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) নির্বাচনী এলাকার কসবায় গত বুধবার উৎসব মুখর পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামীলীগের একক ও বি.এন.পি’র তিনজন, জাতীয় পার্টি (এরশাদ) একজন ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের একজন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলামের কাছে প্রার্থীরা মনোনয়ন ফরম দাখিল করেন। আওয়ামীলীগে একক প্রার্থী হিসেবে বর্তমান সংসদ সদস্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক গত বুধবার দুপুর ১ টায় কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হাসিনা ইসলামের নিকট মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়ন ফরম দাখিলের আগে উপজেলা আওয়ামীলীগ ও এর অংঙ্গ সংঘঠনের উদ্যোগে কসবা পৌর মুক্ত মঞ্চ চত্ত্বরে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
বিকালে বি.এন.পি’র প্রার্থী কেন্দ্রীয় কৃষকদল নেতা নাসির উদ্দিন হাজারী, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি মো. মুসলেম উদ্দিন, জাতীয় পার্টি (এরশাদ) প্রার্থী তারেক এ আদেল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা হাসিনা ইসলামের নিকট মনোনয়নপত্র দাখিল করেন। বিকাল ৪ টায় বি.এন.পি’র প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মুশফিকুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসারের নিকট দলীয় মনোনয়নপত্র দাখিল করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানির্ং অফিসার হাসিনা ইসলাম বলেন, আওয়ামীলীগের ১জন, বি.এন.পি’র ৩জন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ১জন জাতীয় পার্টি (এরশাদ) ১জন মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রার্থী মুফতি মো. জসিম উদ্দিন মনোনয়ন ফরম দাখিল করেন।