কসবা আখাউড়া বাসীর প্রতি উদাত্ত্ আহবান

সম্মানীত কসবা-আখাউড়াবাসী
আসসালামু আলাইকুম;eak nojore fere dekha unnayon tajul
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, কসবা আখাউড়ার মহান পরিক্ষীত নেতা, উন্নয়নের মহাকবি, জ্ঞান এবং গুণের সমন্বয়ের সাধক, শান্তি ও স্থীতিশীলতার জনক, উপমহাদেশের খ্যাতিমান আইনজীবি এডভোকেট আনিছুল হক বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দ্বীতিয়বারের মত মনোনয়ন লাভ করেছেন। এটাই কাংখীত এবং রূঢ় বাস্তব ও কঠিন সত্য। সেই সত্যের প্রকাশ ও রূপ লাভ করেছে আজ।
আপনারা জেনে আনন্দিত হবেন যে, আগামী নির্বাচনে দল মত নির্বিশেষে নির্বাচীত হয়ে কসবা-আখাউড়ার সেবা তথা দেশবাসীর সেবায় আপনাদেরকে অংশীদ্বার করে গৌরবান্বিত করবেন। রক্ষা করবেন সকল প্রতিশ্রুতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী মেনুফেষ্ট।
জনাব আনিছুল হক আপনাদের সবাইকে সবিনয়ে আহবান জানাচ্ছে; দলীয় ঐক্যের ভিত মজবুত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য। আসুন আমরা সকলে আনিছুল হকের ছায়াতলে এসে নৌকার বিজয়কে সুনিশ্চিত করি।
ইতিমধ্যে আমাদের দলীয় এবং কিছুসংখ্যক কর্মীর দ্বারা সৃষ্ট কথামালা বা কথার যুদ্ধ পরীলক্ষীত হচ্ছে… যা কাম্য নয়। আমরা আওয়ামী পরিবার; আর পরিবারে মতবিরোধ এমনকি ছোট বড় ভেদাভেদ থাকবেই। এতে দুষের কিছু নেই বরং পরিবারকে রক্ষা করা এবং আকড়ে ধরে সামনের দিকে এগিয়ে নেয়াই হলো পিতৃতুল্য গার্ডিয়ানসূলভ অভিভাবকের কাজ। এই কাজটুকুই করে যাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তাঁর যোগ্য প্রতিনিধি এই নির্বাচনী এলাকার সাবেক সংসদ মরহুম এডভোকেট সিরাজুল হক বাচ্চু মিয়া সাহেবের যোগ্য উত্তরসূরী জনাব আনিছুল হক।
যারা নির্বাচনে প্রতিদ্বন্ধিতা এমনকি দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন; তাদের সবাইকে সবিনয়ে বলছি আসুন আমরা নৌকার বিজয় নিশ্চিত করি। আনিছুল হকের মাধ্যমে কসবা-আখাউড়ার আসনটি বিপুল ভোটের ব্যবধানে জয়ী করে চলমান প্রধানমন্ত্রীকে উপহার দেই। আসুন আনিছুল হক সাহেবের সঙ্গে কাধে কাঁধ মিলিয়ে নৌকার বিজয় সুনিশ্চিতে কাজ করি। দলীয় ঐক্য সুদৃঢ় এবং দৃশ্যমান করি। মতবিরোধ ও বিবেদ নৌকার বিজয়ের জোয়ারে ভাসিয়ে দিই।
বিভিন্ন মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকদেরও বলছি; আমরা এবং আপনার মূলে এক। সবাই আমরা নৌকার মাঝি এবং বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সৌনিক। সুতরাং মতভেদ এবং মনোকষ্ঠ ভুলেগিয়ে নৌকাকে বিজয়ী করতে আনিছুল হকের ছায়াতলে যুক্ত হই এবং নৌকাকে বিজয়ী করি। জনাব হক সাহেব আপনার আমার সকলের নেতা এবং একজন জাতীয় অভিভাবক। তাকে সুযোগ দিন আপনার ও আমার জীবনে কাজ করতে এবং আপনি ও আমাকে নিয়ে উন্নয়নে নিয়োজিত থাকতে।
পরিশেষে আমাদের দলের অতি উৎসাহি এবং উর্বর মস্তিষ্কের অনুজ এবং ভাতৃপ্রতিম এমনকি অতি কাছের প্রীয় সহকর্মীদের বলছি যে, দয়া করে আর কাউকে আঘাত দিয়ে কোন পোষ্ট এমনকি সমালোচনা করবেন না। কারন আমরা সেবক ও মনোযোগ দিয়ে শোনার ধৈয্যশীল মানুষ। আমাদের প্রধান ও প্রথম কাজ হবে ঐসকল কর্মী সমর্থকদের এমনকি মনোনয়ন প্রত্যাশীদের বুকে টেনে কাধে কাধ মিলিয়ে নৌকার বিজয়ে এগিয়ে যাওয়া। নতুন করে আর কোন বিভেদ বা ভুল বোঝাবুঝি সৃষ্টি না করা। আসুন আমরা সকলেই মিলে একটি বৃহৎ পরিবার হিসেবে নিজেদেরকে প্রকাশ করি।
আমার লিখা কাউকে আঘাত বা কষ্ট দেয়ার জন্য নয় বরং সকলে মিলেই আমরা এক এই ভাবমূর্তী উজ্জ্বল করে এগিয়ে যেতে চাই। জনাব আনিছুল হকও এই মূলমন্ত্রে বিশ্বাসী এবং সবাইকে নিয়েই বিজয় এবং উন্নয়ন অংশীদ্বার হতে চায়। জয় হউক আমাদের সকলের এবং আগামীর দেশ সেবা সুনিশ্চিত হউক কসবা এবং আখউড়াবাসীর। এই আখাঙ্কা রেখে আগামীর নতুন কোন লিখার প্রত্যাশায়। আমীন॥

Leave a Reply

Your email address will not be published.