আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু ১৩ ডিসেম্বর

প্রশান্তি ডেক্স॥ আলিম পরীক্ষা ২০১৯ খ্রিস্টাব্দের ফরম পূরণ আগামী ১৩ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ চলবে। একই সঙ্গে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে আলিমের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। গত মঙ্গলবার (২৭ নভেম্বর) মাদরাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ১৩ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত আলিম পরীক্ষার্থীরা বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবেন। বিলম্ব ফিসহ ২৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আলিমের ফরম পূরণ করা যাবে।
বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার সময় ২৬ ডিসেম্বর শেষ হবে। ১০০ টাকা বিলম্ব ফিসহ ২ জানুয়ারি পর্যন্ত ফি জমা দেওয়া যাবে বলে সাপ্তাহিক প্রশান্তিকে জানিয়েছেন মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।
আরও দেখুন: টেস্টে ফেল করলে পাবলিক পরীক্ষায় অংশ নিতে পারবে না।
আলিম ২০১৯ খ্রিস্টাব্দের পরীক্ষার ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে পত্র প্রতি ১০০ টাকা, ব্যবহারিকের ফি বাবদ পত্র প্রতি ২৫ টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফি বাবদ পরীক্ষার্থী প্রতি ৫০ টাকা মূল সনদ বাবদ শিক্ষার্থী প্রতি ১০০ টাকা, বয়েজ স্কাউট ও গার্লস গাইড ফি বাবদ ১৫ টাকা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ফি বাবদ পরীক্ষার্থী প্রতি ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
অনিয়মিত পরীক্ষার্থীর ক্ষেত্রে ১০০ টাকা রিটেনশন ফি দিয়ে ফরম পূরণ করতে হবে। এছাড়া জিপিএ উন্নয়ন ও প্রাইভেট পরীক্ষার্থীদের শিক্ষার্থী প্রতি ১০০ টাকা তালিকাভুক্তি ফি নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.