ভজন শংকর আচার্য্য, কসবা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত মঙ্গলবার দুপুরে কসবায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটরিয়ামে আনন্দঘন পরিবেশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ২৫০ জন আনসার ও প্রতিরক্ষা বাহিনীর পুরুষ ও মহিলা সদস্য অংশগ্রহন করে। পরে বাছাই করে ৭৪ জনকে নিয়ে একটি টিম গঠন করে কসবা বালক উচ্চ বিদ্যালয় মাঠে অস্ত্র (সর্টগান) চালনার প্রশিক্ষন দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে আনসার ও গ্রাম প্রতিরক্ষা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ৩৩ আনসার ব্যাটালিয়ন পরিচালক ও জেলা কমান্ড্যান্ট (অতিঃ দায়িত্ব) মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক ভূইয়া, কসবা থানা পরিদর্শক (তদন্ত) মো.আসাদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন; আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী হলো একটি স্বেচ্চা সেবী বাহিনী। নির্বাচন থেকে শুরু করে দেশের সকল দূর্যোগপূর্ন কাজে এই বাহিনীর অংশগ্রহন থাকে। তিনি আরো বলেন আজকের সমাবেশে উপস্থিতদের মধ্যে থেকে ৭৪ জনকে সর্টগান চালনার প্রশিক্ষন দেয়া হয়। তারা যেন নির্বাচনে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারে তাই এ প্রশিক্ষন দেয়া হয়েছে।