প্রশান্তি ডেক্স॥ ‘আমি নিয়াজ মোর্শেদ এলিট, কিছু কথা বলার জন্য আপনার সামনে হাজির হয়েছি। আমার বাবা মনিরুল ইসলাম ইউছুপ চট্টগ্রাম-১ আসন থেকে বিএনপি-জামায়াত জোটের মনোনয়ন পেয়েছেন। আমি একমাত্র ছেলে হিসেবে আপনাদের বলছি, আমার বাবাকে আপনারা ভোট দিবেন না।’ গত বুধবার ফেসবুকে প্রকাশিত বাবার বিরুদ্ধে ছেলের এ ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। এ নিয়ে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সর্বত্র চলছে আলোচনা সমালোচনা।
এ আসনে বিএনপি থেকে মনোনয়নের চিঠি পাওয়া তিনজনের একজন হলেন মনিরুল ইসলাম ইউছুপ। তাকে ভোট না দেওয়ার অনুরোধ জানিয়ে তার ছেলে এলিট প্রায় এক মিনিটি ২৪ সেকেন্ডের ওই ভিডিওটি প্রকাশ করেন।
এলিট ভিডিওতে তাদের পুরো পরিবার বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত এবং তার বাবা একজন মুক্তিযোদ্ধা দাবি করে বলেন, ‘বিএনপি একটা সর্বহারা দল, বিএনপি-জামায়াত জোটের মতো মানুষ পোড়ানো, জঙ্গি দল থেকে আমার বাবা মনিরুল ইসলাম ইউছুফ ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন এটা আমার কাছেও লজ্জার। লন্ডন কানেকশন থাকলে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া যায়। মনিরুল ইসলাম ইউছুপের মনোনয়নের চিঠি পাওয়া তারই উদাহরণ।’
ভিডিওটিতে মিরসরাইয়ে ধানের শীষ ও মনিরুল ইসলাম ইউছুপকে বর্জন ও নৌকার প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানান এলিট। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য। এলিট আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়ে পাননি।
জানা গেছে, চট্টগ্রাম-১ আসনে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন চেয়ারম্যান, এফবিসিসিআইর সাবেক সহসভাপতি কামাল আহম্মদ ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহসভাপতি মনিরুল ইসলাম ইউছুপ দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন গত বুধবার হঠাৎ করে এলিটের ফেসবুকে ‘বাবাকে ভোট না দেওয়ার আহ্বান’ জানিয়ে একটি ভিডিও বার্তা ভেসে ওঠে।
এ প্রসঙ্গে মনিরুল ইসলাম ইউছুপ বলেন, রাজনীতিতে বিরোধিতার কারণে যে কেউ এমন প্রচারণা চালাতে পারে, এটি গণতান্ত্রিক অধিকার। রাজনীতিতে কেউ কাউকে ছাড় দেয় না। তবে তিনি ছেলের মাঝে শুভবুদ্ধির উদয় হবে বলে আশা প্রকাশ করেন।