কসবায় তাবলীগের মাও: জুবারের সমর্থকদের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান

ভজন শংকর আচার্য্য, কসবা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতা ও তাবলীগি সাথীদের পক্ষে শান্তিপূর্ন পরিবেশে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের নিকট স্মারকলিপি দেন সা’দ পন্থি বিরোধী আলেমগন। এ সময় গত শনিবারের টংগীতে মাও; জুবায়ের পন্থি সমর্থকদের উপর হামলায় মাও: সা’দ পন্থি সমর্থকদের মধ্যে থাকা কসবার হামলাকারীদেরও গ্রেফতার করার আবেদন করেন। স্মারকলিপিতে সা’দ পন্থিদের সাথে জড়িত হামলাকারীদের নাম উল্লেখ করা হয়।kosby tableker Mwlana
জানা যায়, বাংলাদেশে তাবলীগ সম্প্রদায় দুটি ভাগে বিভক্ত হয়ে দীর্ঘদিন ধরে একটি মতানৈক্য তৈরি হয়ে আছে। সারাদেশেই এই দুটি অংশ রয়েছে। একটি হচ্ছে বাংলাদেশের মাও: জুবায়ের আহমেদের একটি অংশ ও অপরটি বিতর্কিত দিল্লীর নিজামুদ্দিন মারকাজের মাও: সাদ’র একটি অংশ। পূর্ব মতানৈক্যকে কেন্দ্র করে গত শনিবার টংগীতে সাদ পন্থিরা হামলা চালায় মাও: জুবায়ের পন্থিদের উপর। পরবর্তীতে দুই অংশই হামলায় লিপ্ত হয়। এই হামলায় কসবারও কিছু সাদ পন্থি লোক জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযুক্তরা হলো মো.জসিম উদ্দিন, মো.আসাদুল্লা, আবদুল কুদ্দুস, মৌ: মাছরুল্লা, বাদশা মিয়া, দেলোয়ার হোসেন ও জালাল। তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আবেদন করেন আলেমগন। এবং সাদপন্থি লোকজন যাতে কসবায় কোন প্রকার কর্মসূচী দিয়ে বিশৃংঙ্খলা করতে না পারে তারও আবেদন করেন।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলার আকছিনা দরবার শরীফের গদিনশীন পীর মাও: জয়নাল আবেদীন জালালী, দারুল উলুম কসবা’র সিনিয়র শিক্ষক মাও: আবদুর রাজ্জাক, কুটি কেন্দ্রিয় মসজিদের খতিব গাজী ইয়াকুব উসমানী, হেফাজত নেতা মো.উসমান ভূইয়া, মাও: মহিবুল্লাহ হেলালী, সৈয়দাবাদ মাদরাসার শিক্ষক মাও:আবদুল হাই, তাবলীগি নেতা মো.বাবুল। উপস্থিত আলেমগন জানান. সামনে নির্বাচন এই বিধায় কোন প্রকার সভা-সমাবেশ ও মিছিল না করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শান্তিপূর্ন ভাবে স্মারকলিপি দিয়েছি উপজেলা নির্বাহী অফিসারের নিকট।

Leave a Reply

Your email address will not be published.