দৃশ্যমান হচ্ছে দেশের প্রথম মেট্রোরেল

আনোয়ার হোসেন, প্রশান্তি প্রতিনিধি॥ দিনদিন দৃশ্যমান হচ্ছে দেশের প্রথম মেট্রোরেল। ২২ হাজার কোটি টাকার এই প্রকল্পের প্রথম অংশ দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত কাজ শেষ হবে আগামী বছর ডিসেম্বরের মধ্যে। বলা হচ্ছে, ২০২০ সালের মধ্যে শেষ হবে পুরো কাজ। এমআরটি-৬ নামে নির্মাধীন এটিই দেশের প্রথম মেট্রো রেল প্রকল্প। উত্তরা দিয়াবাড়ি থেকে মিরপুর, বিজয়সরণি, ফার্মগেট, শাহবাগ হয়ে মতিঝিল পর্যন্তDressoman hosce deser matto rellin ২০ কিলোমিটার পথের কাজকে ভাগ করা হয়েছে দুই পর্বে। এখন চলছে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত ১২ কিলোমিটার অংশের নির্মাণ কাজ। ২০১৬ সালের জুনে শুরু হওয়া এই কর্মযজ্ঞের প্রয় ৩০ শতাংশ শেষ হয়েছে এ পর্যন্ত।
সড়কের মাঝ বরাবর দৃশ্যমান ১৩০টি পিলার বা পিয়ার। বাকি আছে আরো ৩১৮টি। পুরোপুরি শেষ হয়েছে ভূগর্ভের তেইশশো ২৭ পাইলের কাজ। দিয়াবাড়ি অংশের চিত্র বেশ ভিন্ন মিরপুর, পল্লবী কিংবা শেওড়াপাড়া থেকে। কনক্রিটের খুঁটির উপর বসানো ৭শ মিটারের মতো স্প্যান বা ভায়াডাক্টে অনেকটা স্পষ্ট কেমন হতে যাচ্ছে মেট্রোরেলের অবয়ব। যার উপর দুই লেনে চলবে ট্রেন। কেমন হবে সেই কোচের আকৃতি। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির সাবেক পরিচালক ও বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মোয়াজ্জেম হোসেনের মতে, দীর্ঘমেয়াদী এই প্রকল্প সময়মতো শেষ না হলে মানুষের দুর্ভোগ আরো বাড়বে। এছাড়া একাধিক মেট্রোরেল ও সুষ্ঠু গণপরিবহণ ব্যবস্থা ছাড়া নির্বিঘ্ন চলাচল সম্ভব নয় বলেও মনে করেন তারা।

Leave a Reply

Your email address will not be published.