নেত্রকোনায় প্রতিবন্ধি দিবসে হৃদয়কে হুইল চেয়ার উপহার দিলেন জেলা প্রশাসক

প্রশান্তি ডেক্স॥ মায়ের কোলে চড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে দেশজুড়ে আলোচনায়ে আসা নেত্রকোনার হৃদয়কে অত্যাধুনিক হুইল চেয়ার ও শিক্ষাবৃত্তির আর্থিক সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক। গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে আন্তজার্তিক প্রতিবন্ধী দিবসে জেলা প্রশাসকের কার্যালয়ে হৃদয়ের হাতে ব্যাটারী চালিত হুইল চেয়ার ও সমাজসেবা অধিদপ্তরের ১৪ হাজার ৭০০ টাকার চেকের এই উপহার তুলে দেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। হৃদয় তার মা সীমা সরকারকে নিয়ে দিবসটির কর্মসূচিতে অংশ নেন। সম্প্রতি সীমা সরকার বিবিসি বাংলার বিশ্বের একশ’ সেরা মায়ের মধ্যে স্থান করে নেন। হৃদয় এবার ঢাকা Natrokuna Protebonde debosবিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। হৃদয়ের আবেদনের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবারই শারীরিক প্রতিবন্ধী কোঠা চালু করে।
এর আগে ২৭তম আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস ও ২০ তম জাতীয় প্রতিবন্ধি দিবস উদযাপন উপলক্ষে নেত্রকোনায় র্যালি, আলোচনাসভা, শিক্ষা উপবৃত্তি সহায়ক উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গত সোমবার সকাল ১০টায় শহরের মোক্তারপাড়া মাঠ থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, বিশেষ অতিথি সিভিল র্সার্জন ডাৎ তাজুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো খালিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান মিয়া।
অনুষ্ঠানে সভাপতি করেন নেত্রকোনা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আলাল উদ্দিন। যার্লি, আলোচনাসভায় জেলার বিভিন্ন এলাকা থেকে শারীরিক, মানষিক প্রতিবন্ধি শিশুরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক প্রতিবন্ধি শিশুদের মাঝে শিক্ষা উপবৃত্তি সহায়ক উপকরণ ও পুরস্কার প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published.