নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া॥ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সেলিম উদ্দিন এর দিক নির্দেশনায় এসআই সুমন চন্দ্র নাথ, এএসআই হিরন কুমার দে, সঙ্গীয় ফোর্সসহ ৫ ডিসেম্বর রাত ২১.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। মাদক ব্যবসায়ী মোঃ আকরাম (৩৫) পিতা-মৃত তারু মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদরের ভাদুঘর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন ভাদুঘর রেলগেইট সংলগ্ন চায়ের দোকানদার মোঃ আরিফ মিয়ার এর দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। উক্ত মাদক দ্রব্য (ইয়াবা) উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী বিরুদ্ধে অত্র থানায় মাদক দ্রব্য আইনের মামলা রুজু সহ আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।