মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ইতিহাস ঐশীর

প্রশান্তি প্রক্স॥ মিস ওয়ার্ল্ডের অন্য প্রতিযোগীদের সঙ্গে ঐশী। চীনে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার ৬৮তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের সুন্দরী জান্নাতুল ফেরদৌস ঐশী। সেখানে বিশ্বের নানা দেশ থেকে আসা সুন্দরীদের সঙ্গে মিস ওয়ার্ল্ড হওয়ার লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন তিনি। বিশ্ব সুন্দরী নির্বাচনের এ আসরে ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেরা তিরিশে জায়গা করে নিয়েছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ঐশী। গত সোমবার মিস ওয়ার্ল্ডের অফিশিয়াল ফেসবুক পেজে ঐশীকে নিয়ে একটি পোস্ট দেয়া হয়। যে পোস্টে লেখা হয়েছে ‘মিস ওয়ার্ল্ডে ইতিহাস গড়ল বাংলাদেশ’ MS world protejogetu Oyse
শেয়ার করা ওই পোস্টে লেখা হয়েছে, হেড টু হেড চ্যালেঞ্জে ২ দশমিক ২ বিলিয়ন ভিউ এবং ২০ মিলিয়ন ভোট নেওয়া হয়েছে এবং সংক্ষিপ্ত তালিকার ২০ প্রতিযোগী ৯০ সেকেন্ড করে সময় নিয়ে বিচারকদের জানিয়েছেন দেশের জন্য তারা কী করতে চান। জান্নাতুল ফেরদৌস ঐশী বিচারকদের কাছ থেকে সবচেয় বেশি প্রশংসা পেয়ে মিস ওয়ার্ল্ড ২০১৮ ফাইনালের সেরা তিরিশে জায়গা করে নিয়েছেন।’ এ বিষয়ে উচ্ছাস প্রকাশ করেছেন ঐশী। তিনি বলেন, ‘সবার কাছে কৃতজ্ঞ আমি। অনেক আনন্দ লাগছে। সবার সহযোগিতা না পেলে আজকের এখানে আসা সম্ভব হতো না। আপনাদের ভোটের কারণেই এখানে সাফল্য পাচ্ছি। আশা করি, আগামীতেও আমার সঙ্গে থাকবেন। সবার সহযোগিতা পেলে আমিও সুনাম নিয়ে দেশে ফিরতে পারবো।’
ঐশী আরও বলেন, ‘এই সুযোগ পাওয়ায় আমি কৃতজ্ঞ। সামনে এগিয়ে যেতে চাই এবং আরও ভালো করতে চাই। জানিনা এই প্রতিযোগিতায় কতদূর যেতে পারবো এবং ফাইনালে কী হবে। তবে আমি দেশকে উপস্থাপন করতে পারছি এটাই আমার জন্য গর্বের।’ ৬৮তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ১৫০টি দেশের প্রতিযোগীর সঙ্গে অংশ নিচ্ছেন ঐশী। আগামী ৮ ডিসেম্বর ৬৮ তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত অনুষ্ঠান হবে। সেখানে দেখা যাবে ঐশীকে।

Leave a Reply

Your email address will not be published.