আরিফুল ইসলাইম॥ ফিস বুক পেইজ থেকে নেয়া॥ মহারাজ গোপালকে বললেন, তুমি সারা রাজ্য খুঁজে আমাকে ৫ জন মূর্খ এনে দাও
এক মাস পরে গোপাল মাত্র দু’জনকে সঙ্গে নিয়ে রাজ সভায় ফিরে এলো। মহারাজ বললেন, আমি তোমাকে ৫ জন মূর্খ আনতে বলেছিলাম?
গোপাল বললো, এনেছি মহারাজ, দয়া করে আপনি আমাকে একে একে সবাইকে হাজির করার সুযোগ করে দিন। এক জনকে হাজির করে গোপাল বললো, মহারাজ এ হলো প্রথম মূর্খ। সে ভারী একটা পোটলা তার নিজের মাথার উপর রেখে গরুর গাড়িতে চড়ে যাচ্ছিল। তাকে জিজ্ঞাসা করে উত্তর পেলাম, গরুর উপর বেশি চাপ কমাতে সে তার ভারী পোটলাটি গাড়ির উপর না রেখে নিজের মাথার উপর রেখে গাড়িতে বসে আছে।
গোপাল অন্য জনকে নির্দেশ করে বললো, মহারাজ এ হলো দ্বিতীয় মূর্খ। সে নিজের চালে গজিয়ে উঠা ঘাস গরুকে খাওয়ানোর জন্য মই বেয়ে বেয়ে গরুকে চালে উঠানোর জন্য চেষ্টা করছিল।
তারপর গোপাল বললো, — মহারাজ, রাজ সভায় রাজ্যের অনেক গুরুত্বপূর্ণ কাজ পড়ে আছে। আর বিশাল কাজ-কর্মের অনেকটা আমাকেই সামলাতে হয়। তবুও দেখুন, আমি মূর্খ লোক খোঁজার অজুহাতে একটি মাস পার করে দিলাম। মহারাজ এজন্য রাজ্যের তৃতীয় মূর্খ হলাম আমি নিজে।
গোপাল বলে যাচ্ছেন, মহারাজ, এ রাজ্যের পুরো দায়িত্ব কিন্তু আপনার উপর অথচ বিদ্যা-বুদ্ধি সম্পন্ন লোক দিয়েই আপনি রাজ্যের সমস্ত কাজ সম্পন্ন করেন। মূর্খ আর নির্বোধদের দিয়ে কোন কাজ হয় না। তবু আপনি মূর্খ খোঁজার মত একটা নিছক কাজে আমাকে নিযুক্ত করেছেন। এজন্য চতুর্থ মূর্খ হচ্ছেন, মহারাজ আপনি নিজে। — আর, দুনিয়ার সব কাজ-কর্ম ছেড়ে, লেখা-পড়া বাদ দিয়ে ভধপবনড়ড়শ এ নিমগ্ন থেকে পাঁচ নাম্বার মূর্খ কে সেটা জানার জন্য যে পোস্টটি পড়ছেন, আমার মতে সে হচ্ছে পঞ্চম মূর্খ।