কসবা-আখাউড়ায় আদর্শ মেধাবৃত্তি ফাউন্ডেশরেন উদ্যোগে দুই উপজেলার ৩৫টি বিদ্যালয়ের শিশুদের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ভজন শংকর আচার্য্য,কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গতকাল শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়া দুই উপজেলার প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জেলার আখাউড়া উপজেলার আদর্শ মেধাবৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে ছতুরা-চান্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ছতুরা – চান্দপুর স্কুল এন্ড কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কসবা-আখাউড়া দুই উপজেলার ৩৫টি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের নার্সারী থেকে পঞ্চম শ্রেনীর ৫৮৯ জন শিক্ষার্থী এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে। মেধাবৃত্তি পরীক্ষায় ১ম থেকে ১০ স্থান অর্জনকারী ১৪৮ জনের মাঝে মেধাবৃত্তি সদন ও শিক্ষা সম্মানী প্রদান করা হবে বলে জানায় আয়োজক কর্তৃপক্ষ।
মেধাবৃত্তি পরীক্ষা আয়োজক কমিটির সমন্বয়ক ছতুরা-চান্দপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান জানান, সরকারের শিক্ষামূলক কার্যক্রমকে আরো প্রসারিত করতে এবং কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করতে ফাউন্ডেশনের এ আয়োজন একটি ভাল উদ্যোগ।
ফাউন্ডেশনের সভাপতি মো.ইকবাল হোসেন বলেন: সরকারের অভিন্ন শিক্ষা ব্যাবস্থার উন্নতী এবং প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের কোমলমতি শিক্ষার্থীদের পড়াশুনায় আরো আগ্রহী করে তুলতে এ পরীক্ষার আয়োজন করেছি আমরা। এ ফাউন্ডেশনটির কার্যক্রম কসবা- আখাউড়া দুই উপজেলায় একটি মডেল হিসেবে দাড় করাতে চাই।

Leave a Reply

Your email address will not be published.